আস্সালামু আলাইকুম। পবিত্র হজ্জ পালনেচ্ছুক ভাই-বোনদের জন্য আমরা নিম্বেক্ত আকার্ষণয়ি প্যাকেজ নিধারণ করেছি। আশা িকরছি আমাদের এজন্সেীতে সাশ্রয়ী প্যাজেকে আপনারহজ্জ বুকিং নিশ্চিত করে আপনাদের খেদমেতের সুযোগ প্রদান করবেন।
ক্যাটাগরি -এ
▣ খুবই কাছেই উন্নত মানের হোটেলে থাকার ব্যবস্থা
▣ রেষ্টুরেন্ট এ চেয়ার-টেবিলে ব্যুফে খাবার ব্যবস্থা
▣ পবিত্র হজ্ব এর সময় বিজ্ঞ আলেম দ্বারা মাসয়ালা-মাসয়ালার উপর ঘন ঘন প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা।
▣ সংযুক্ত বাথরুম, প্রতি রুমে একটি ফিজ, জনপ্রতি একটি করে খাট, মেটেুস বেডশীট, বালিশ, রুম সেবাসহ ঠান্ডা ও গরম পারিন সুব্যবস্থা।
▣ প্রতি রুমে ৩/৪ জন করে থাকার ব্যবস্থা।
ক্যাটাগরি -বি
▣ ৮০০ থেকে ১০০০ মিটার দুরত্বে থাকার ব্যবস্থা
▣ রেষ্টুরেন্ট এ চেয়ার-টেবিলে ব্যুফে খাবার ব্যবস্থা
▣ পবিত্র হজ্ব এর সময় বিজ্ঞ আলেম দ্বারা মাসয়ালা-মাসয়ালার উপর ঘন ঘন প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা।
▣ সংযুক্ত বাথরুম, প্রতি রুমে একটি ফিজ, জনপ্রতি একটি করে খাট, মেটেুস বেডশীট, বালিশ, রুম সেবাসহ ঠান্ডা ও গরম পারিন সুব্যবস্থা।
▣ প্রতি রুমে ৩/৪ জন করে থাকার ব্যবস্থা।
ক্যাটাগরি -ভি আই পি
▣ মক্কা ও মদিনা শরীফ উভয় স্থানে ৫ তারকা হোটেলে থাকার ব্যবস্থা
▣ রেষ্টুরেন্ট এ চেয়ার-টেবিলে ব্যুফে খাবার ব্যবস্থা
▣ পবিত্র হজ্ব এর সময় বিজ্ঞ আলেম দ্বারা মাসয়ালা-মাসয়ালার উপর ঘন ঘন প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা।
▣ সংযুক্ত বাথরুম, প্রতি রুমে একটি ফিজ, জনপ্রতি একটি করে খাট, মেটেুস বেডশীট, বালিশ, রুম সেবাসহ ঠান্ডা ও গরম পারিন সুব্যবস্থা।
▣ প্রতি রুমে ৩/৪ জন করে থাকার ব্যবস্থা।
আমাদের ওমরাহ প্যাকেজ
আস্সালামু আলাইকুম। পবিত্র ওমরাহ পালনেচ্ছুক ভাই-বোনদের জন্য আমরা নিম্বেক্ত আকার্ষণয়ি প্যাকেজ নিধারণ করেছি। আশা িকরছি আমাদের এজন্সেীতে সাশ্রয়ী প্যাজেকে আপনারহজ্জ বুকিং নিশ্চিত করে আপনাদের খেদমেতের সুযোগ প্রদান করবেন।
মক্কা ও মদিনা শরীফে ২০০ মিটার এর মধ্যে থাকার ব্যবস্থা।
ব্যুফে খাবারসহ মক্কা ও মদিনা শরীফ উভয় স্থানেই ৫ স্টার হোটেল
আমাদের বৈশিষ্ট সমূহ
1
১. পবিত্র হজ্জ্ব-ওমরার কার্যক্রম বিশ্বস্থতার সহিত পরিচালনা করা, আল-কিবলাহ হজ্জ্ব কাফেলা কর্তৃপক্ষের সৌদি আরবে নিজস্ব হোটেলের ব্যবস্থা আছে, যা সেবার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।
২. মক্কা ও মদিনা শরীফে খুবই কাছে উন্নত মানের হোটেল তথা বাসস্থানের সুব্যবস্থা।
2
৩. ম্যানেজমেন্ট এর একটি অংশ ছহীহ আকিদ্বার আলেম হওয়ায় মাস‘য়ালা মাসায়েলে‘র ক্ষেত্রে কুরআন-
সুন্নাহ অনুযায়ী হজ্জ্ব-ওমরাহ ছহীহভাবে সম্পাদন করার ক্ষেত্রে সার্বিক ও আন্তরিক সহযোগিতা করে থাকে।৪.ব্যুফে খাবারের ব্যবস্থা।
3
৫. অভিজ্ঞ আলেম ও প্রসিদ্ধ মুফতিয়ানে কেরামগণের মাধ্যমে নিয়মিত হজ্জ্ব প্রশিক্ষণ।
৬. বিশেষভাবে হজ্জ্বের মূল কার্যক্রম ৫ দিন তথা মিনা-মুজদালিফা, আরাফাহ‘র দিন সমূহে অভিজ্ঞ আলেম-ওলামায়ে কেরামগণ কর্তৃক সার্বক্ষনিক সহযোগিতা প্রদান করেন।
4
৭. মক্কা ও মদিনা শরীফের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারত করার ব্যবস্থা করা হয়।
৮. মহিলা ও পুরুষদের জন্য আলাদা বাসস্থানের সু-ব্যবস্থা আছে।
৯. মোয়াল্লেম বাস সার্ভিস পাওয়া না গেলে বা কোন সমস্যা হলে কাফেলা কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে যাতায়তের ব্যবস্থা করে থাকে।